সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব চিত্রনায়িকা পরী মণি। ফেসবুকে ছবি দিয়ে নিজের অবস্থান জানান দেন তিনি। বর্তমানে তিনি ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’-তে অভিনয় করছেন। ‘পাফ ড্যাডি’ পরিচালনা করছেন নির্মাতা সহিদ উন নবী। আর এতে পরী মণির বিপরীতে অভিনয় করছেন মডেল ও অভিনেতা সজল। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে সজলের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন পরী মণি। মনে হচ্ছে, শুটিংয়ের ফাঁকে তোলা ছবিগুলো। এতে ফুটে ওঠে পরী-সজলের রসায়ন। একঝলকে দেখে নিন সেসব মুহূর্তগুলো। ছবি : সংগৃহীত