ওয়াজমা আইয়ুবীর জন্ম আফগানিস্তানে। তিনি একাধারে মডেল, ব্যবসায়ী ও সমাজকর্মী। আরব আমিরাতের দুবাইতে তাঁর ব্যবসা রয়েছে। ক্রিকেটপ্রেমী হিসেবে ২০২২ সালে এশিয়া কাপে প্রথম সবার নজরে আসেন তিনি। আফগানিস্তানের পর ওয়াজমা ভারতের মারকুটে ব্যাটসম্যান বিরাট কোহলির একজন ভক্ত। এই আফগান সুন্দরী পরিচিতি পেয়েছেন ‘মিস্ট্রি গার্ল’ হিসেবে। আফগান ক্রিকেটের ভক্ত এই নারী খেলা নিয়ে এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ইনস্টাগ্রামে তার প্রায় সাড়ে সাত লাখ অনুসারী রয়েছে। চলুন, দেখে নেওয়া যাক তাঁর কিছু স্থির চিত্র। ছবি : ইন্সটাগ্রাম থেকে নেওয়া