উপস্থাপনা আর মডেলিংয়ে সুপরিচিত মুখ নীল হুরে জাহান। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করেন হুর। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন। তবে সদ্য নাম লিখিয়েছেন খেলার মাঠের উপস্থাপনায়। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে উপস্থাপনা করে দর্শক-হৃদয় মাতিয়েছেন হুর। বাহারি পোশাক আর কথার মূর্ছনায় নজর কেড়েছেন ক্রীড়াপ্রেমীদের। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন এ রূপসী। একনজরে দেখে নিন তাঁর দারুণ সব স্থিরচিত্র। ছবি : শামছুল হক রিপন