কণ্ঠের জাদুতে বিশ্বজয় করেছেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। স্টেজে শাকিরা মানেই নাচ-গানে চোখধাঁধানো এক পারফরম্যান্স। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গাওয়া তার বিখ্যাত গান ‘ওয়াকা ওয়াকা’। আফ্রিকা বিশ্বকাপে এই গানটি গেয়েই বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পান এই সুর সম্রাজ্ঞী। তার পূর্ণ নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোই। একজন কলম্বীয় নাগরিক তিনি। সামাজিক পাতায় বেশ সরব শাকিরা। চলুন সেখান থেকে দেখে নেওয়া যাক তার কিছু স্থির চিত্র। ছবি : শাকিরার ফেসবুক পেজ থেকে নেওয়া