অডিশন থেকে চূড়ান্ত পর্ব—প্রায় আট মাসের দীর্ঘ অপেক্ষার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। আয়োজন হলো এনটিভিতে প্রচারিত দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র ষষ্ঠ মৌসুমের গ্র্যান্ড ফিনালে। চ্যাম্পিয়ন হলেন কিশোরগঞ্জের শফিউল আজম রবিন। প্রথম ও দ্বিতীয় রানারআপ হলেন সিলেটের মৌলভীবাজারের পার্থ দেব ও চট্টগ্রামের শাশ্বতী। গ্র্যান্ড ফিনালের দারুণ কিছু মুহূর্ত। ছবি : সাইফুল সুমন