রূপ আর অভিনয়গুণ—দুইয়ের সমন্বয় যেন সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরেই বিনোদন অঙ্গনে। ছোটপর্দার জনপ্রিয় মুখ। যত দিন যাচ্ছে, বাড়ছে অভিনয়দক্ষতা। হালে হাবীব শাকিল পরিচালিত ‘পরের মেয়ে’ ধারাবাহিকে তাঁর ‘নাজিফা’ চরিত্রটি দর্শকপ্রিয়তা পেয়েছে। গেল জানুয়ারির মাঝামাঝি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হয় নতুন ধারাবাহিক ‘পরের মেয়ে’। এরই মধ্যে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকটি। ক্যামেরা-অ্যাকশন ছাপিয়ে ব্যক্তিজীবন কেমন কাটছে প্রভার, এ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। হ্যাঁ, ভালোই কাটছে। আজ এ রূপবতীর ৩২তম জন্মদিন। বিশেষ দিনে অসংখ্য ভক্ত-অনুরাগী-সহকর্মীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন প্রভা। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন। একঝলকে দেখে নিন এ তারকার দারুণ কিছু মুহূর্ত। ছবি : শামছুল হক রিপন