জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘হৃদয়ে ভাঙচুর’। অন্তরীপ প্রোডাকশনের ব্যানারে নাটকটির রচনা ও চিত্রনাট্য জহির করিমের। পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাবিলা ইসলাম, হোসাইন নিরব, পলক রহমান, মন আহমেদ প্রমুখ। দেখুন শুটিংয়ের কিছু দৃশ্য। ছবি : সংগৃহীত