পারিবারিক নাম দিব্যা বরথ্য হলেও দিবি নামে সুপরিচিত। দিবি ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত তেলেগু চলচ্চিত্র অঙ্গনে কাজ করেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া মহর্ষি সিনেমায় পূজার বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন। ফ্যাশন অঙ্গনেও সুপরিচিত দিবি। তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে জন্মগ্রহণ করা এই ডিভা বিগ বস তেলেগুর চতুর্থ সিজনে প্রতিযোগী হয়ে নজর কেড়েছিলেন। সামাজিক পাতায় অসংখ্য অনুরাগী দিবির। সেখান থেকে দেখুন এ সুন্দরীর কিছু ঝলক। ছবি : ইনস্টাগ্রাম থেকে