হালে বেশ পরিচিত মুখ অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার নুসরাত জাহান অন্তরা। নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন। অন্তর্জালের বাসিন্দারা জানেন, মিষ্টি হাসি, সারল্য আর অভিনয়দক্ষতা দিয়ে কীভাবে তাঁদের মন জয় করেছেন অন্তরা। সামাজিক পাতায় অগণিত অনুসরণকারী তাঁর। সেখান থেকে দেখুন অন্তরার কয়েক ঝলক। ছবি : ইনস্টাগ্রাম থেকে