৭০তম কান চলচ্চিত্র উৎসবে গতকাল ২৬ মে প্রদর্শিত হয় জার্মান চলচ্চিত্র ‘ইন দ্য ফেইড’, জার্মাণ ভাষায় ছবিটির নাম Aus dem Nichts। ছবিটি প্রদর্শনের আগে লাল গালিচায় একে একে উপস্থিত হন ছবির পরিচালক ফাতি আকিন, অভিনেত্রী ডিয়ান ক্রুগার, সামিয়া চ্যানক্রিন, অভিনেতা নুমান আকার, জোহান্স ক্রিস, আলরিচ ব্র্যানডফ প্রমুখ। তবে আলোকচিত্রীদের দৃষ্টি আকর্ষণ করে রাখেন ছবির মূল চরিত্রে অভিনয় করা ডিয়ান ক্রুগারই। কালো গাউনে তিনি গতকাল দ্যুতি ছড়ান লাল গালিচায়। ছবি : এএফপি