হ্যারি পটারের বুদ্ধিদীপ্ত হারমিওনকে ভোলেননি নিশ্চয়ই। দুনিয়াকাঁপানো হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে চরিত্রে অভিনয় করে মাত্র নয় বছর বয়সেই তারকা বনে যান ব্রিটিশ অভিনেত্রী এমা শার্লত ডিউয়ার ওয়াটসন। এরপর ‘ব্লিং রিং’, ‘নোয়াহ’, ‘দিস ইজ দ্য এন্ড’-এর মতো ছবিতে অভিনয় করে পাকাপোক্ত করেছেন সুঅভিনেত্রী খেতাবটি। ২০১৩ সালে পেয়েছেন বিশ্বসেরা আবেদনময়ীর খেতাবও। সব মিলিয়ে সৌন্দর্য আর বুদ্ধিমত্তার মিশেলে এক পরিপূর্ণ সফল অভিনেত্রী এমা ওয়াটসন। ছবি : সংগৃহীত