হলিউড অভিনেত্রী সোফিয়া ভেরগারা আর অভিনেতা জো ম্যানগানিয়েলোকের প্রেমের খবর বেশ পুরোনোই। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২২তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। আর উৎসবের সব আলো যেন ঠিকরে পড়েছিল এই তারকা জুটির ওপর। ছবি : এএফপি