‘মেনুস এক্স মেশিনা : ফ্যাশন ইন দি এজ অব টেকনোলজি’ শীর্ষক প্রদর্শনী উপলক্ষে যুক্তরাজ্যের নিউইয়র্ক নগরের মেট্রোপলিটন আর্ট কস্টিউম জাদুঘরে ২ মে-২০১৬, সোমবার বসেছিল তারার মেলা। হলিউডের বিখ্যাত অভিনয়-সংগীতশিল্পী, তারকা খেলোয়াড়সহ অনেকেরই সমাবেশ ঘটেছিল সেই আনন্দের হাটে। ছবি : রয়টার্স