মিস হুটারস হাঙ্গেরি সুন্দরী প্রতিযোগিতায় (বাঁ থেকে) দ্বিতীয় রানার আপ রেকা লুকাকস, বিজয়ী দালমা মোলনার ও প্রথম রানার আপ মাজা নয়েকি। স্থানীয় সময় ২২ মে-২০১৫, শুক্রবার হাঙ্গেরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন হাঙ্গেরির একমাত্র হুটার রেস্টুরেন্টের ১৩ কর্মী। ছবি : আইএএনএস