কানাডার টরন্টোতে চলমান ৪৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লালগালিচায় হেঁটেছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। গতকাল রোববার তায়িকা ওয়াতিতি পরিচালিত ‘জোজো র্যাবিট’ চলচ্চিত্রের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এই তারকা। স্কারলেট অভিনীত এ ছবিটি আগামী মাসের ১৮ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবি : রয়টার্স