৭০তম কান চলচ্চিত্র উৎসবের ভেতর এএমএফ এআর আয়োজিত ২৪তম সিনেমা অ্যাগেইনস্ট এইডস গালা অনুষ্ঠিত হয় গত ২৫ মে। ফ্রান্সের ওতেল দ্যু ক্যাপ-ইদেন-রক হোটেলে অনুষ্ঠিত এই গালায় উপস্থিত হন বিশ্ববিখ্যাত অভিনেতা, মডেল, গায়ক ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট তারকারা। এই ছবিতে দেখা যাচ্ছে মডেল কৌউকা ওয়েবকে। ছবি : এএফপি