সেরা সুন্দরীর খেতাব জয়ের মুহূর্তটি তো এমন উচ্ছ্বসিতই হবে। লেবাননে এ বছরের সেরা সুন্দরীর খেতাবজয়ী ভ্যালেরি আবু শাকরা তেমনই আনন্দিত। স্থানীয় সময় ১২ অক্টোবর বৈরুতের ক্রাসিনো দু লিবানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ‘মিস লেবানন ২০১৫’ হিসেবে বিজয়ী হন তিনি। ছবি : এএফপি