দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার মূল্যে গয়না পরে আছেন জাপানি অভিনেত্রী ইওসিনো কিমুরা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১৭৭ কোটি ৭৭ লাখ টাকার বেশি। আজ ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গয়না ব্র্যান্ড হ্যারি উইন্সটনের টোকিও শাখার উদ্বোধনের সময় ছবিটি তোলা। উদ্বোধন অনুষ্ঠানে কিমুরা পরেন ৬০ দশমিক ৩ ক্যারেট হীরার নেকলেস। ৯ দশমিক ৪ ক্যারেট পিয়ের শেপড হীরার আংটি, ৬৫ দশমিক ৬৮ ক্যারেট স্যাফায়ার আংটি ও ২১ দশমিক ৪ ক্যারেট স্যাফায়ারের কানের দুল। ছবি : এএফপি