এনটিভিতে বিখ্যাত জাপানি ছবি ‘তোরা-সান’ ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১৪:১৫ আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১৪:১৫ জাপানের সর্বকালের অন্যতম সফল চলচ্চিত্র ‘তোরা-সান’স সানরাইজ এন্ড সানসেট’ আগামী ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে এনটিভিতে। ছবিটি দর্শকদের জন্য বাংলায় ডাবিং করা হয়েছে। ছবি : সংগৃহীত ১ / ৪ ২ / ৪ ৩ / ৪ ৪ / ৪