‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ মুভির প্রথমটি ছিল ‘কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’। এটা একটা বড় বাজেটের সিনেমা ছিল। দুর্দান্ত সফলতা পায় ছবিটি। তাই ডিজনি মনে করল যদি এর সিক্যুয়ালগুলোতে আরো পয়সা খরচ করা যায়, তবে আরো লাভ উঠে আসবে। তারা ঠিক এটিই করল। ২২৫ মিলিয়ন, অর্থাৎ প্রায় ২৩ কোটি মার্কিন ডলার ব্যয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যানস চেস্ট’। চলচ্চিত্রের ইতিহাসে এটি সেই ছবি যা সবচেয়ে দ্রুততম সময়ে বিশ্বব্যাপী বক্স অফিসে এক বিলিয়ন ডলার আয় করে। ছবি : সংগৃহীত