কার কার হাতে উঠবে অস্কারের কাঙ্ক্ষিত, আরাধ্য মূর্তি—সেই হিসাব নিয়ে এখন মত্ত সবাই। যাচাই-বাছাইয়ের মাপকাঠি রয়েছে দেদার। ‘অ্যালিউর’ ম্যাগাজিন কিন্তু অতসব বিচারে যাচ্ছে না, বিভিন্ন ছবিতে অভিনেত্রীদের ঝলকানো রূপের গুণবিচারেই দিয়ে দিচ্ছে তারা ‘সুন্দরীদের অস্কার’। ‘দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই’ সিনেমায় ‘সেরা সাবেকী লুক’-এর জন্য মনোনয়ন পেয়েছেন এলিজাবেথ ডেবিকি এবং অ্যালিসিয়া ভাইকেন্ডার। ছবি : সংগৃহীত