আগেই বলে নেওয়া ভালো, ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ কোনো সুপারহিরো সিনেমা নয়। স্বয়ং সিনেমার পরিচালকই বলে দিয়েছেন এ কথা। আর সিনেমাটির এই গুণই একে বানিয়েছে এ যাবতকালের সেরা মার্ভেল সিনেমা। ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ অন্যসব গড়পড়তা মার্ভেল সিনেমার মতো কারো ‘উৎস’ খুঁজতে গিয়ে কিংবা ‘শক্তির’ ব্যাখ্যা করতে গিয়েই শেষ হয়ে যায়নি। এর ভিন্নধর্মী গল্প যেমন টেনেছে ‘হার্ডকোর’ ভক্তদের, তেমনি আকর্ষণ করেছে সাধারণ দর্শকদেরও। ক্রিস প্যাট যে একজন সিনেমা তারকা আর ভিন ডিজেল যে ‘টকিং ট্রি’-এর ভূমিকায় অভিনয় করেও বেমালুম কাঁদিয়ে দিতে পারে যে কাউকে, তা তো দর্শকরা দেখলেন এই সিনেমা দিয়েই। ছবি : সংগৃহীত