যুক্তরাষ্ট্রের টেলিভিশন অভিনেত্রী সোফি সিমন্স। শিশু অভিনেত্রী থেকে আমেরিকান আইডল, উপস্থাপিকা ও গায়িকা-সব পরিচয়েই রূপ আর গুণের ঝলক দেখিয়েছেন অনন্যা সোফি। খ্যাতিমান বেজ গিটারিস্ট জেন সিমন্সের মেয়ে সোফি এখন অভিনয় করছেন বিখ্যাত ডেইলি সোপ জেন সিমন্স ফ্যামিলি জুয়েলসে। ছবি : এএফপি