নাম তাঁর মরিয়াম উজেরলি। উজেরলির জন্ম ১৯৮৩ সালে, জার্মানির ক্যাসেল শহরে। বাবা তুরস্কের এবং মা জার্মানির নাগরিক। উজেরলি তুর্কি টিভি সিরিজ সুলতান সুলেমানের মাধ্যমে আলোচনায় আসেন। সুলতান সুলেমান টিভি সিরিজে হুররাম চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান এই তুর্কি-জার্মান অভিনেত্রী ও মডেল। ছবি : সংগৃহীত