‘নেপালের ভয়াবহ ভূমিকম্পের পরপরই মুক্তি পায় এই সিনেমা। ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে এক বিধ্বংসী ভূমিকম্প আর রেসকিউ পাইলটের ভূমিকায় অভিনয় করা ডোয়েইন জনসন আর তাঁর স্ত্রীর ভূমিকায় কার্লা গুজিনো বেরিয়ে পড়েন তাঁদের কন্যাকে উদ্ধারের মিশনে। ব্র্যাড পেইটনের পরিচালনা কার্লটন কুজের চিত্রনাট্যে ‘স্যান আন্ড্রিয়াস’ মুক্তির পরে অল্প দিনেই তুলে নেয় ৫৪ মিলিয়ন ডলার। ছবি : সংগৃহীত