‘পয়েন্ট ব্রেক’ আর ‘স্পিড’ এ অভিনয়ের মধ্য দিয়ে রিভস নিজেকে প্রতিষ্ঠিত করেন ‘অ্যাকশন স্টার’ হিসেবে। ১৯৯৯ সালে ‘দ্য ম্যাট্রিক্স’-এর সূত্র ধরে মার্শাল আর্টের সঙ্গে জড়িয়ে যান এই অভিনেতা। ‘জিউ জিতসু’, ‘উশু’, বক্সিং কিংবা ‘ক্র্যাভ মাগা’-এর মতো বিভিন্ন মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বিখ্যাত স্টান্টম্যান টাইগার চেনের সঙ্গে ব্যক্তিগত পরিচয় থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেই নির্মাণ করেন ‘ম্যান অব তাই চি’। অভিনয় আর মার্শাল আর্টের দক্ষতা মিলিয়ে কিয়ানু রিভসই এই তালিকায় সেরা তারকা। ছবি : সংগৃহীত