কিংবদন্তি নির্মাতা স্ট্যানলি কুব্রিক এই সিনেমার পরিচালক। অ্যান্থনি বার্জেসেরে উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সহিংস ছবির মধ্যে অন্যতম স্থান নিয়ে রয়েছে। এ ছবির প্রোটাগনিস্ট অ্যালেক্স হিসেবে ক্যারিয়ারের সেরা অভিনয় করেন ম্যালকম ম্যাকডওয়েল। তবে তাঁর দুর্দান্ত অভিনয় আর ছবির বিষয়বস্তু হজম করা যে কারো জন্য কঠিনই বটে। হত্যা, ধর্ষণ আর শারীরিক নির্যাতন ছাড়াও ছবিটি বিষয়বস্তুগত দিক থেকেই হজম করা বেশ কঠিন। স্ট্যানলি কুব্রিকের মৃত্যুর দিন পর্যন্ত বেশ কিছু জায়গায় নিষিদ্ধ ছিল এই সিনেমা। ছবি : সংগৃহীত