মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়তে চাওয়া ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত সব যুক্তি আর প্রস্তাব দিয়ে কুড়িয়েছেন দুনিয়াজোড়া মানুষের তিরষ্কার। ট্রাম্পের প্রতি উষ্মা প্রকাশ করে তাঁর বিরোধী তালিকায় নাম লিখিয়েছেন অনেক সেলিব্রেটিও। কলাম্বিয়ান অভিনেত্রী শাকিরা যে ট্রাম্পের বিরোধী, তা তো জানাই! নিজের বেশ কয়েকটি টুইটার বার্তায় বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। যেখানে ট্রাম্পকে ‘হেইটফুল এবং রেসিস্ট’ বলার পাশাপাশি তিনি লেখেন যে, ‘এই শতাব্দীতে এসে কোনো মানুষেরই ট্রাম্পের মতো এই পরিমাণ অজ্ঞ হওয়া উচিত নয়।’ ছবি : এএফপি