অন্যান্য বছরের মতোই ২০১৫ সালের হলিউড ছিল জমজমাট। ৩৬৫ দিনের হিসাব মিলিয়ে মুক্তি পেয়েছে প্রায় ১৩০টির মতো ছবি। শেকসপিয়রের ক্লাসিক কাজগুলোকে ‘থর’ কিংবা ‘ডিজনি’জ সিন্ডারেলার’ মতো বাণিজ্যিক রূপ দেওয়া নির্মাতা ‘কেনেথ ব্রানা’র আরেকটি নির্মাণ ‘সিন্ডারেলা’। বাণিজ্যিক রূপের সিন্ডারেলা ব্যবসায়িকভাবেও যথেষ্ট সফল। ইউএস বক্স-অফিসে এখন পর্যন্ত যার আয় ২০ কোটি মার্কিন ডলারের বেশি। ছবি : সংগৃহীত