সিনেমার নায়ক নিও ফাইট করছে অসংখ্য এজেন্টের সঙ্গে। ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ সিনেমার ১৭ মিনিটের এই দৃশ্যটি হলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল। ৪০ মিলিয়ন ডলার খরচার এই শটটি ছিল সিনেমার মোট বাজেটের ৪০ শতাংশ। আর এই দৃশ্যটি ধারণ করতে কয়দিন লেগেছিল জানেন? বেশি না, মাত্র ২৭ দিন! ছবি : সংগৃহীত