হলিউডে আসার সঙ্গে সঙ্গেই পেশাদারিত্ব আর দক্ষ অভিনয়ের জন্য সবার নজর কাড়েন ডাকোটা জনসন। ক্যারিয়ারের শুরুর দিকে মডেল হিসেবে পরিচিত হলেও ‘কেজি ইন আলবার্মা’ চলচ্চিত্রের মাধ্যমে মাত্র ১০ বছর বয়সেই পর্দায় অভিষেক ঘটে। এ বছর মুক্তি পাওয়া ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবিতে পর্দায় ঝড় তোলা উত্তাপই কেবল তোলেননি, অভিনয়ের জন্যও পেয়েছেন প্রশংসা। ছবি : সংগৃহীত