বিশ্বের ১৭টি দেশকে হারিয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বাংলাদেশের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে রাজধানী কুয়ালালামপুরের সেরডাংয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের হলরুমে আয়োজিত উৎসবে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশের শিক্ষার্থীরা সেরার মুকুট অর্জন করেন। কুয়ালালামপুরের শান্ত-সবুজ, নিরিবিলি পরিবেশে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) ক্যাম্পাস। উৎসবের দিন শনিবার সকাল থেকে একের পর এক নাচ, গান আর ফ্যাশন শোতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। ছবি : এনটিভি