দ্য হলিউড রিপোর্টারে প্রকাশিত লিওনার্দো ডি ক্যাপ্রিওর সেরা ১০ ছবির তালিকায় অন্যতম ‘রোমিও + জুলিয়েট’। শেকসপিয়রের ক্লাসিক রোমিওকে সুনিপুণভাবে এই সিনেমায় তুলে আনেন আধুনিক পোশাকের রোমিও ডি ক্যাপ্রিও। যদিও কিঞ্চিৎ নাটকীয়তাহীন ডায়ালগের জন্য সিনেমাটির সমালোচনা করেন বোদ্ধারা, তবুও ডি ক্যাপ্রিওর ব্যক্তিত্ব আর শারীরিক উপস্থাপন সিনেমাটিকে করে তুলেছে অনন্য। ছবি : সংগৃহীত