১৯৬৪ সালের ‘এড সুলিভান শো’র সাড়াজাগানো পারফরম্যান্সের পর আর পেছনে তাকাতে হয়নি ‘দ্য বিটলস’কে। নিজেদের অসাধারণ সব সৃষ্টি নিয়ে তারা ঘুরে বেড়ায় পুরো দুটি বছর। ‘রাশ’, ‘আ বিউটিফুল মাইন্ড’ সিনেমার নির্মাতা রন হাওয়ার্ডের পরিচালনায় এই সিনেমা দর্শকদের ঘুরিয়ে এনেছে সেই মাতাল সময়টিতে, যখন ‘বিটলস’ অংশগ্রহণ করে ১৫ দেশের ৯০টি শহরের ১৬৬টি কনসার্টে। ১৫ সেপ্টেম্বর জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ২২ সেপ্টেম্বর জাপানে মুক্তি পায় ‘দ্য বিটলস : এইট ডেইজ আ উইক—দ্য ট্যুরিং ইয়ার্স’। ছবি : সংগৃহীত