অস্কারের ৮৮তম আসরের মনোয়নের পালা শেষ। প্রতিবারের মতো মনোনয়নের তালিকায় রয়েছে এ সময়ের সেরা হিসেবে বিবেচিত সব সিনেমা। সেরা ছবি কোনটি হতে যাচ্ছে, তা নিয়ে তো সবার বাড়তি আগ্রহ থাকছেই। ‘স্পটলাইট’ সিনেমার কথাই ধরুন। নতুন বছরে এটির অর্জন বেশ ভালো বলা যায়। সেরা ছবি হিসেবে সবচেয়ে বেশি পরিমাণ সমালোচক পুরস্কার এখনো এই ছবির দখলে। তবে গোল্ডেন গ্লোব কিংবা বাফটা, কোনোটাতেই খুব একটা সুবিধে করতে পারেনি টম ম্যাকার্থির ‘স্পটলাইট’। প্রত্যাশার বাইরে গিয়ে অস্কারে সেরা ছবি ছাড়াও ‘স্পটলাইট’ মনোনয়ন পেয়েছে ডিরেক্টর এবং এডিটিং ক্যাটাগরিতে। ছবি : সংগৃহীত