১৯৮৭ সালের মুক্তি পাওয়া ‘ডার্টি ড্যান্সিং’ সিনেমায় ফ্রান্সেস ‘বেবি’ হাউসম্যান আর জনি ক্যাসল চরিত্রে অভিনয় করে জেনিফার গ্রে ও প্যাট্রিক সোয়েজ দারুণ খ্যাতি পান। আন্তর্জাতিক বক্স অফিসে ২১৪ মিলিয়ন মার্কিন ডলারের পাশাপাশি জয় করল ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ আর ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন। এই সফলতার সূত্র ধরে মাত্র একবছর পরই সিবিএস এই ড্যান্সিং ফ্লিককে নিয়ে এলো ছোটপর্দায়। কিন্তু কয়েক মাস পরেই এই সিরিজ বাতিল ঘোষণা করে সিবিএস কর্তৃপক্ষ। সম্প্রতি এবিসির নতুন ‘টিভি-মুভি মিউজিক্যাল’ রিমেক করার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে অচিরেই আবার ছোটপর্দায় ফিরতে যাচ্ছে এই ‘ক্ল্যাসিক’। ছবি : সংগৃহীত