সাবেক এই পেশাদার ‘বডিবিল্ডার’ তাঁর হলিউড শুরু করেন ১৯৭০ সালে ‘হারকিউলিস ইন নিউইয়র্ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে, যেখানে তাঁর নাম দেখানো হয় আর্নল্ড স্ট্রং। ১৯৮২ সালের ‘কোনান দ্য বার্বারিয়ান’-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান এবং হয়ে ওঠেন নিয়মিত হলিউড তারকা। শুধু খেলোয়াড় কিংবা অভিনেতা পরিচয়ের বাইরেও রাজনৈতিক জীবনেও ব্যাপক সফল এই তারকা দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে। ছবি : সংগৃহীত