শুধু অস্কারই নয়, সমগ্র হলিউড ইতিহাসেই ১৯৩৯ সাল একটি অবিস্বরণীয় বছর, সেরা ছবি বাছাই করতে গিয়ে যে বছরটিতে রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল অ্যাকাডেমি কমিটির। হলিউড অভিনেত্রীদের অনেকের জন্যই বছরটা ছিল ক্যারিয়ারের সেরা। ভিভিয়েন লেইর ‘গন উইথ দ্য উইন্ড’ থেকে বেট ডেভিসের অসাধারণ ‘ডার্ক ভিক্টোরি’, কিংবা গার্বোর স্বচরিত্রের প্যারোডি ‘নিনোচকা’ অথবা জুডি গার্ল্যান্ডের সপ্রতিভ ‘উইজার্ড অব ওজ’—সবই ছিল অসাধারণ। মজা করে অনেকেই এই বছরকে ‘হলিউড ফেমিনিজমের বছর’ বলেও ডাকেন। ছবি : সংগৃহীত