জনপ্রিয়তার দিক দিয়ে জয়া আহসান বাংলাদেশের অন্যতম শীর্ষ অভিনেত্রী। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলাতেও জয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী। ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’, ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘কণ্ঠ’, ‘রবিবার’সহ দুই বাংলায় বেশ কয়েকটি সুপারহিট সিনেমা আছে জয়ার ঝুলিতে। সামাজিক পাতায়ও তুমুল জনপ্রিয় জয়া। ফেসবুকে তাঁর অনুসরণকারী ৩৯ লাখ। সম্প্রতি সেখানে দারুণ কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন এ ডিভা। এক ঝলকে দেখে নিন তাঁর স্থিরচিত্রগুলো। ছবি : ফেসবুক থেকে