সাবরিনা সুলতানা কেয়া। চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি কেয়া নামেই পরিচিত। নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে ঢালিউডে যাত্রা। শুরুতেই নায়ক হিসেবে পান রিয়াজ ও আমিন খানকে। এরপর শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। খুব অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। গ্ল্যামার, অভিনয়, নাচ—সব দিক দিয়ে দক্ষতা দেখিয়েছেন তিনি। মাঝে দীর্ঘ বিরতি। সম্প্রতি ফের চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘ইয়েস ম্যাডাম’ শিরোনামে এ ছবি পরিচালনা করছেন রাকিবুল ইসলাম রাকিব। ফের চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চান বলে জানিয়েছেন তিনি। গত (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে গাজীপুরের মেঘবাড়িতে একত্র হয়েছিলেন রুপালি জগতের তারকারা। প্রিয় সহকর্মী, বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। হাজির ছিলেন কেয়াও। একঝলকে দেখে নিন কেয়ার সেসব স্থিরচিত্র। ছবি : শামছুল হক রিপন