এনটিভিতে আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জয়েন্ট ফ্যামিলি’। মজুমদার শিমুল ও গোলাম সারোয়ার অনিকের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করছেন রাফাত মজুমদার রিংকু। এতে অভিনয় করছেন হালের ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। ফেসবুক পেজে কেয়ার অনুসারী ৪৫ লাখ। সেখান থেকে চলুন দেখে নিই তাঁর কয়েক ঝলক। ছবি : ফেসবুক থেকে