ড্রপ-ডেড গর্জিয়াস অভিনেত্রী কৃতি শ্যানন বলিউডে পা রেখেছিলেন ২০১৪ সালে আর আট বছরের মধ্যেই নিজের আসন পাকা করেছেন তিনি। চলচ্চিত্র পরিবার বা প্রভাবশালী কারও প্রীতি ছাড়াই সাফল্যের চূড়ায় উঠেছেন কঠিন পরিশ্রম ও নিবেদনের মাধ্যমে। গতকাল মুক্তি পেয়েছে কৃতির নতুন সিনেমা ‘ভেড়িয়া’। সামাজিক পাতায় তুমুল জনপ্রিয় এ তারকা। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ৫১ মিলিয়নের বেশি। সেখান থেকে দেখুন কৃতির কয়েক ঝলক। ছবি : ইনস্টাগ্রাম থেকে