বাংলা চলচ্চিত্রের গান একসময় মানুষের মুখে মুখে ফিরত। এমন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা বরেণ্য সুরকার আলাউদ্দিন আলী। আজ দুপুর ২টা ৩০ মিনিটে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় চলচ্চিত্রের আঁতুরঘর এফডিসিতে। এ সময় এফডিসির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনেকে চোখের জলে তাঁকে স্মরণ করেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। ছবি : মোহাম্মদ ইব্রাহিম