সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। সময়টা ২০০৯ সাল। ১২ বছর পরের সেই মেহজাবীন এখন টিভি নাটকের শীর্ষ অভিনেত্রীদের একজন। ভক্তরা ভালোবেসে ডাকেন মেহু নামে। ভালোবাসার এই নামে সম্মতি জানিয়েছেন তিনি। অন্তর্জালে তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী অসংখ্য। সেখান থেকে দেখুন মেহুর কয়েক ঝলক। ছবি : ইনস্টাগ্রাম থেকে