কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর্জেন্টিনা বনাম চিলির জমজমাট ম্যাচ উপভোগ করলেন ঢাকার দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। বুধবার বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া এই ম্যাচে চিলিকে এক গোলে হারিয়েছেন মেসি, মার্তিনেজরা। তাসনিয়া ফারিণ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেহজাবিনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দুইজন ভক্ত-অনুরাগীদের মাঝে আর্জেন্টিনার সাদা নীল জার্সিতে এক ভিন্নলুকে ধরা দিয়েছেন। ফেসবুকে পোস্ট করে ফারিণ লিখেছেন, ‘আর্জেন্টিনা ১-চিলি ০।’ দুজনেই আর্জেন্টিনার সমর্থক। এর আগে ম্যাচ শুরুর পূর্বে স্টেডিয়ামে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে মেহজাবীন লিখেছিলেন, ‘কে জিতবে?’ । ছবি : মেহজাবীন-ফারিণের ফেসবুক থেকে নেওয়া