সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। সময়টা ২০০৯ সাল। ১৩ বছর পরের সেই মেহজাবীন এখন টিভি নাটকের শীর্ষ অভিনেত্রীদের একজন। ভক্তরা ভালোবেসে ডাকেন মেহু নামে। ভালোবাসার এই নামে সম্মতি জানিয়েছেন তিনি। অন্তর্জালে তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি মরুর বুকে ফটোশুট করেছেন মেহজাবীন। ইংরেজিতে উদ্ধৃতি দেওয়া তাঁর ক্যাপশনের মানে দাঁড়ায়—যদি মরুর বুকে ফুল ফুটতে পারে, তবে তুমিও ফুটতে পারবে সবখানে। সেই ছবিগুলো এক ঝলক দেখে নিন। ছবি : ইনস্টাগ্রাম থেকে