শক্তিমান অভিনেতা আনিসুর রহমান মিলন। এরই মধ্যে নিজের অভিনয়গুণ দিয়ে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। কাজ করছেন ছোট ও বড়পর্দায়। সম্প্রতি যুক্ত হয়েছেন সাইফ চন্দন পরিচালিত ওস্তাদ চলচ্চিত্রে। ছবিতে তিনি জুটি বাঁধছেন মডেল-অভিনেত্রী রাহা তানহা খানের সঙ্গে। সম্প্রতি এনটিভি অনলাইনের ফটোশুটে অংশ নেন এ যুগল। তাঁদের দারুণ সব ভঙ্গি বন্দি হয়েছে ক্যামেরায়। একঝলকে দেখে নিন আদুরে স্থিরচিত্রগুলো। ছবি : শামসুল হক রিপন