হালের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বিনোদন অঙ্গনে পদার্পণ লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। সবাইকে মুগ্ধ করে তাঁর মাথায় উঠেছিল লাক্স সুন্দরীর মুকুট। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। সুযোগ মেলে জনপ্রিয় কথাসাহিত্যিক, চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে অভিনয়ের। প্রথম ছবিতেই বাজিমাত করেন, পান পুরস্কারও। ধীরে ধীরে নিজেকে দেশের বিনোদন জগতের অন্যতম শীর্ষ তারকাতে পরিণত করেন মিম। রূপে-গুণে অনন্যা বিদ্যা সিনহা মিম দুই বাংলার চলচ্চিত্রে কাজ করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে এসেছে মিমের কিছু দুর্দান্ত ছবি। ছবি : ফেসবুক থেকে নেওয়া