টালিগঞ্জের আবেদনময়ী নায়িকা মিমি চক্রবর্তী। তিনি শুচিস্মিতা। মিমি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। বাংলা ছবি ‘বাপি বাড়ি যা’র মাধ্যমে তাঁর চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু। এখন তিনি পার্লামেন্টের সদস্য। সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় এ নায়িকা। সেখান থেকে দেখুন তাঁর কয়েক ঝলক। ছবি : ইনস্টাগ্রাম থেকে