চিত্রনায়িকা মৌমিতা মৌ। কালাম কায়সারের ‘তোমার আছি তোমারই থাকব’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। এরপর ‘অন্তরজ্বালা’, ‘রাগী’, ‘তোলপাড়’, ‘অন্ধকার জগৎ’ চলচ্চিত্রে কাজ করেছেন। গত ২২ ফেব্রুয়ারি সাভারের মিলিটারি ডেইরি ফার্মে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি আয়োজন করে পারিবারিক আনন্দমেলা। মৌমিতাও হাজির ছিলেন সেখানে। পরেছিলেন অফ-হোয়াইট জিন্স ও পলকা ডট টপস। সেখানে হাস্যোজ্জ্বল মৌমিতা ধরা দেন এনটিভি অনলাইনের ক্যামেরায়। একনজরে দেখে নিন এ নায়িকার আদুরে স্থিরচিত্রগুলো। ছবি : মোহাম্মদ ইব্রাহিম